১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় জামায়াতের বিশাল গণমিছিল ও স্মারকলিপি প্রদান

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে বগুড়ায় বিশাল গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে শহরের পৌর পার্কে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়। বগুড়া শহর ও জেলা জামায়াত যৌথভাবে এ গণজমায়েতের আয়োজন করে।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বগুড়া-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও বগুড়া-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনে প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক, শহর নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম সরকার, বগুড়া-৩ আসনের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, আব্দুল হামিদ বেগ, ক্বারী আব্দুল মজিদ, আব্দুস ছালাম তুহিন, এ্যাড. আব্দুল হালিম, হেদায়েতুল ইসলাম, মাওলানা আব্দুল মোমিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান, শহর শিবির সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, জেলা পশ্চিম সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির ও জেলা পূর্ব সভাপতি জোবায়ের আহম্মেদ প্রমুখ। গণজমায়েত শেষে এক বিশাল গণমিছিল পৌর পার্ক থেকে শুরু হয়ে শহরের জিরো পয়েন্ট সাতমাথা অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক হোসনা আফরোজার কাছে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণের পর সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। গণমিছিলে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা “জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন করো” এবং “পিআর পদ্ধতিতে নির্বাচন চাই”সহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top