মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মাদকমুক্ত ও পতিতাবৃত্তি মুক্ত এলাকা চাই এই স্লোগানকে সামনে রেখে এলাকায় মাদকদ্রব্য বিক্রয় ও পতিতালয় পরিচালনাকারী সুন্দরীকে উচ্ছেদ ও আইনী শাস্তির দাবীতে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড দিঘীপাড়া মহল্লায় পতিতা পরিচালনাকারী সুন্দরীর বাড়িতে দীর্ঘদিন ধরে চলছে মাদক বিক্রয় ও অসামাজিক কাজ চলে আসছে এরই প্রতিবাদে রবিবার বিকেল ৫ টার সময় রহনপুর পিএম কলেজ মোড়স্থ এলাকায় দিঘীপাড়া, বেগুনবাড়ি, লালকোপরা ও কলেজপাড়ার সচেতন এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম,প্রফেসর মুকুল ও মোস্তাকিম আহমেদ লালচান। যুবদল নেতা মোস্তাফিজুর রহমান সাগর, নজরুল ইসলাম,সাদিকুল ইসলাম মিরু ,আজাহার মোন্না, পরেস কর্মকার,শাামিমসহ স্বানীয় ব্যক্তিবর্গ।
উল্লেখ্য গত ১৭ এপ্রিল সুন্দরীর বোন বেলনা (৩২) তার নিজ বাড়িতে পতিতা পল্লী খুলে বসেছিলো। এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ বলার পরও তা বন্ধ না করায় আগুন দিয়ে তার বাড়ি পুড়িয়ে দেয় এলাকাবাসী।