১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গাজায় হামাস ও সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা সিটিতে হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষে ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি নিহত হয়েছেন। ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অল্প সময় পরই উপত্যকাটিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ বছর বয়সি সালেহ আলজাফারাওয়ি গাজা সিটির সাবরা এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। যুদ্ধ চলাকালে ভিডিও প্রতিবেদন করে তিনি পরিচিতি লাভ করেছিলেন।

আল জাজিরার সানাদ যাচাইকরণ সংস্থা জানিয়েছে, সাংবাদিক ও কর্মীদের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ‘প্রেস’ লেখা বুলেটপ্রুফ জ্যাকেট পরা সালেহর মরদেহ একটি ট্রাকের পেছনে পড়ে আছে। রোববার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, সেদিন সাবরা এলাকায় হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছিল। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, সংঘর্ষে জড়িত ছিল ‘ইসরাইলি দখলদার বাহিনীর সঙ্গে সম্পর্কিত একটি সশস্ত্র মিলিশিয়া’। তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনী ঐ মিলিশিয়াকে ঘিরে ফেলেছিল, কিন্তু তারা দক্ষিণ গাজা থেকে ফেরা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপরও হামলা চালায়।

যদিও বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে বলছে, গাজার নিরাপত্তা পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক ও অস্থিতিশীল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top