১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ১৫০ জন খেলোয়াড় পেলেন উপহার সামগ্রী

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে নবীন ক্রীড়াবিদদের উৎসাহিত করতে জেলা পরিষদের উদ্যোগে দুই একাডেমির ১৫০ জন ফুটবল খেলোয়াড়ের মাঝে স্পোর্টস ব্যাগসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেল ৪টায় জেলা পরিষদ, নীলফামারীর হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ, নীলফামারীর পক্ষ থেকে নীলফামারী ফুটবল একাডেমি ও ওহাব ফুটবল একাডেমির মোট ১৫০ জন খেলোয়াড়কে মানসম্পন্ন পানির পাত্র, টিফিন বক্স এবং স্পোর্টস ব্যাগ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন, “আমাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে। তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। জেলা প্রশাসন ও জেলা পরিষদ ভবিষ্যতেও শিশু-কিশোরদের সুস্থ বিকাশে এমন উদ্যোগ অব্যাহত রাখবে।”

বিশেষ অতিথি বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিজ্ঞ সরকারি কৌশলী (জিপি) এডভোকেট আবু মো: সোয়েম বলেন, “বর্তমানে জেলা প্রশাসন ও জেলা পরিষদের নানা উদ্যোগে নীলফামারীতে ক্রীড়ার জগতে এক নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। এটি আমাদের সবার গর্বের বিষয়। আমরা আশা করি, আমাদের তরুণ খেলোয়াড়রা একদিন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নীলফামারীর মুখ উজ্জ্বল করবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়। তিনি বলেন, “শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতির পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও জেলা পরিষদ নীলফামারী স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক উন্নয়নের নীতিতে কাজ করছে। ভবিষ্যতে এই ধরনের জনবান্ধব কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম, এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ভুবনমোহন তরফদার। তাঁরা জেলা পরিষদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, স্থানীয় পর্যায়ে খেলোয়াড়দের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ।

স্থানীয় ক্রীড়াবিদরা এমন আয়োজনের জন্য জেলা পরিষদ ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের আরও উন্নত খেলোয়াড় হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top