নিজস্ব প্রতিনিধি:
২০ শতাংশ বাড়িভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের হাজারো নেতা-কর্মী ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করবেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এমন চিত্র দেখা যায়।
জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব শিক্ষক আবুল বাশার বলেন, “আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আমরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করব।” তিনি সতর্ক করে বলেন, “আজ যদি শিক্ষকদের ওপর আবার হামলা চালানো হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।”
শিক্ষকরা জানান, ২০ শতাংশ বাড়িভাতা, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা অনুমোদনের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।
এর আগে, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাতা ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সোমবার সকাল থেকে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে সারা দেশে স্কুল–কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
আন্দোলনরত শিক্ষকরা সরকারের প্রস্তাবিত বাড়িভাতা ও চিকিৎসা ভাতার হারকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে দাবি করেছেন। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নেরও দাবি জানান।
গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে সংঘর্ষ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। পরে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়ে সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।