১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জবির মনোবিজ্ঞান বিভাগে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫’ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে দুই দিনব্যাপী বিশেষ সভা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘এক্সেস টু সার্ভিস: মেন্টাল হেলথ ইন ক্যাটাসট্রোফিস এন্ড ইমার্জেন্সিস’।

সোমবার (১৩ অক্টোবর) প্রথম দিনের কর্মসূচি শুরু হয় সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে। শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় বিশেষ সেমিনার। এতে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রেজাউল করিম, পিএইচডি। সেমিনারের কী-নোট স্পিকার ছিলেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস অনুষদের ডিন ড. মালিক আকরাম হোসাইন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আরিফুল হক।

সেমিনারে অতিথিরা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের তাৎপর্য এবং শিক্ষার্থীদের মানসিক সুস্থতা রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সেমিনারের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য ডিপ্রেশন, অ্যাংজাইটি ও স্ট্রেস ফ্রি এসেসমেন্ট কার্যক্রমের আয়োজন করা হয়। একই সঙ্গে সেল্ফ-অওয়ারনেস ওয়ার্কশপ পরিচালনা করা হয়, যেখানে শিক্ষার্থীরা নিজের মানসিক অবস্থা সম্পর্কে সচেতন হওয়ার নানা কৌশল শেখেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দ্বিতীয় দিনের কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য আরও একটি বিশেষ ওয়ার্কশপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রতি বছর ১০ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। তবে চলতি বছর ১০ অক্টোবর শুক্রবার ছুটির দিন হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ দিবসটি উদযাপন করছে ১৩ ও ১৪ অক্টোবর।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top