মোঃ হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
সারা দেশের মতো খাগড়াছড়ির দীঘিনালাতেও দ্বিতীয় দিনের মতো মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দীঘিনালা উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা ঘুরে দেখা যায়—শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতিতে অংশ নিচ্ছেন।
২০% বাড়িভাড়া, ১,৫০০ টাকার মেডিকেল ভাতা বরাদ্দসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের এই ক্লাস বর্জন কর্মসূচি চলছে। পাশাপাশি, আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদও জানানো হচ্ছে।
দীঘিনালা উপজেলার রশিদ নগর দাখিল মাদ্রাসাতেও কর্মসূচিটি পালন করা হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আনিছুর রহমান, সিনিয়র সহকারী মৌলভী মাওলানা জহিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মামুনুল ইসলামসহ সকল শিক্ষক-কর্মচারী কর্মবিরতিতে অংশ নেন।
শিক্ষকরা জানিয়েছেন, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা আজকের এই কর্মবিরতিতে অংশ নিচ্ছেন।
তারা আরও বলেন, “যদি দ্রুত দাবি মেনে না নেওয়া হয়, তবে সারাদেশের শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।”
শিক্ষকরা অভিযোগ করেন, “প্রতিনিয়ত শিক্ষকদের নানাভাবে অবহেলা করা হচ্ছে—এখন সময় এসেছে সেই অবহেলার জবাব দেওয়ার।”