এম,এ,করিম ভুঁইয়া,পরশুরাম প্রতিনিধি:
ফেনী জেলার পরশুরাম উপজেলায় ইমাম পরিষদের উপজেলা কমিটি গঠিত হয়েছে। মাওলানা আব্দুর রহিমকে সভাপতি, মাওলানা কামরুল ইসলামকে সেক্রেটারি ও মাওলানা আব্দুল হামিদকে সাংগঠনিক সম্পাদক করে ফেনী জেলা ইমাম পরিষদ পরশুরাম উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
১৩ ই অক্টোবর (সোমবার) পরশুরাম উপজেলা পরিষদ জামে মসজিদে মাওলানা তালিম হোসাইনের সভাপতিত্বে এবং মাওলানা নোমান আল বারীর সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা মাওলানা মনিরুজ্জামান, জেলা যুগ্ম আহবায়ক মাওলানা মুমিনুল হক জাদিদ, জেলা সদস্য মাওলানা আবুল খায়ের মাসুম,সাধারণ সম্পাদক জেলা ইমাম পরিষদ সদর উপজেলা মাওলানা আব্দুল হাই,
উপস্থিত ছিলেন মাওলানা আবুল বশর, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল হাই, মুফতি ইমরান জুবায়ের, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবু তাহের, মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা ফরীদুদ্দিন মাওলানা তাজ উদ্দিন, ফরহাদ, ক্বারী আব্দুল্লাহ, মাওলানা এমরান আল বারী, মাওলানা সাঈদুর রহমান আশ্রাফী প্রমুখ।