১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

‘নীলনকশার নির্বাচন’ প্রস্তুতির অভিযোগ জামায়াত নেতার

নিজস্ব প্রতিনিধি:

অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সিভিল ও পুলিশ প্রশাসনে একটি বিশেষ দলের অনুগতদের বসিয়ে পরিকল্পিতভাবে ‘নীলনকশার নির্বাচন’ আয়োজনের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট উপদেষ্টাদের নাম ও তাদের ষড়যন্ত্রমূলক বক্তব্যের কণ্ঠ রেকর্ড জামায়াতের কাছে সংরক্ষিত রয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে এসব অভিযোগ করেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তাহের বলেন, “প্রশাসনের বর্তমান অবস্থা ও চলমান ষড়যন্ত্র বন্ধ করতে হবে। গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ ও সৎ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।”

তিনি আরও বলেন, “যদি সময়মতো সতর্ক না হন, তাহলে আমরা ওই উপদেষ্টাদের নাম প্রকাশ করব। আমাদের কাছে তাদের কণ্ঠ রেকর্ড ও বৈঠকে দেওয়া বক্তব্যের তথ্য রয়েছে। আমরা সংশোধনের জন্য সময় দিচ্ছি।”

জনপ্রশাসনে সাম্প্রতিক এক সচিব নিয়োগ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, “কিছু উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছিলেন যে কোনো দলীয় বা অসৎ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে না। কিন্তু আশ্বাসের একদিন পরই এমন এক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে, যার অতীত দুর্নীতির ইতিহাস দীর্ঘ এবং তিনি একটি দলের প্রতি সম্পূর্ণ অনুগত।”

তিনি আরও বলেন, “পুলিশ প্রশাসনেও একই অবস্থা। একটি দলের প্রভাবের কারণে নিরপেক্ষ নিয়োগ দেওয়া যাচ্ছে না। সিভিল ও পুলিশ প্রশাসনে দলীয় ব্যক্তিদের বসিয়ে নীলনকশা অনুযায়ী নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে, যা সুষ্ঠু নির্বাচনের লক্ষণ নয়। ২০১৮ ও ২০২৪ সালের মতো পাতানো নির্বাচনে জনগণ আর অংশ নেবে না।”

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, এহসানুল মাহবুব জোবায়ের ও আবদুল হালিম প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top