নিজস্ব প্রতিনিধি:
হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে একাদশে পরিবর্তন এনেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। প্রথম লেগে বদলি হিসেবে মাঠে নামা দুই প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ও শমিত সোমকে এবার মূল একাদশে সুযোগ দিয়েছেন তিনি।
চোট থেকে ফিরে আসা অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ শুধু দলে ফিরেছেন তাই নয়, আজ তিনি অধিনায়ক হিসেবেও মাঠে নামবেন। তবে সমর্থকদের প্রত্যাশা থাকলেও তারকা ফুটবলার জামাল ভূঁইয়া এবারও একাদশে সুযোগ পাননি; তাকে রাখা হয়েছে বেঞ্চে।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে মঙ্গলবার কাই তাক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
এর আগে ঢাকায় অনুষ্ঠিত প্রথম লেগে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে জায়ান ও শমিতকে বেঞ্চে রেখেছিলেন কাবরেরা, যা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে রয়েছেন—
মিতুল মারমা (গোলকিপার), শাকিল তপু, তপু বর্মণ (অধিনায়ক), শেখ মোরসালিন, হামজা চৌধুরী, রাকিব হোসেন, তারেক কাজী, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন ও শমিত সোম।