আন্তর্জাতিক ডেস্ক:
শিগগিরই ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইতালি। এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
সোমবার মিশরের লোহিত সাগর তীরবর্তী পর্যটন শহর শারম আল শেখে অনুষ্ঠিত ‘গাজা শান্তি সম্মেলন’-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলোনি। সেখানে দেওয়া ভাষণে তিনি বলেন, ইতালি গাজায় যুদ্ধবিরতির অপেক্ষায় ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই— সময়োপযোগী এক পরিকল্পনা প্রস্তাব করার জন্য। এখন দেখা যাক, সেই পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়িত হয় কি না। যদি হয়, তাহলে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ইতালির আর কোনো বাধা থাকবে না। আমরা এখন সেই মুহূর্তের খুব কাছাকাছি অবস্থান করছি।
মেলোনি আরও বলেন, ইতালির লক্ষ্য হলো একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে অংশ নিতে ইতালি প্রস্তুত। তিনি বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আমি গর্বিত যে এই গুরুত্বপূর্ণ সম্মেলনে ইতালির উপস্থিতি রয়েছে।
দুই বছর ধরে চলা সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইল ও হামাস গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইতোমধ্যে হামাস তার নিয়ন্ত্রণে থাকা ২০ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে, আর ইসরাইল মুক্তি দিয়েছে ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দিকে। সেই সঙ্গে গাজা থেকে সেনা প্রত্যাহারও শুরু করেছে ইসরাইল।
গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টায় ভূমিকা রাখার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে মেলোনি বলেন, এটি তার এক বিশাল সাফল্য। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতার ক্ষেত্রেও আমরা তাকে সফল দেখতে চাই।