১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ার বাসট্যান্ডে সিরাজগঞ্জের কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাকিব গ্রেপ্তার

সজীব হাসান, ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে আসা এক স্কুল শিক্ষার্থীকে চলন্ত বাসে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরেই অভিযান চালিয়ে অভিযুক্ত চালক সাকিব হাসান (২৮) টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে ভুক্তভোগী স্কুল শিক্ষার্থী তার এক ছেলে বন্ধুর সঙ্গে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ‘আর কে ট্রাভেলস’ নামের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ২৭৩১) বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়।

বাসটি বগুড়া শহরের প্রবেশের আগে চালক সাকিব এবং অন্য পরিবহন শ্রমিকেরা ওই শিক্ষার্থীর ছেলে বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে বাস থেকে নামিয়ে দেয়। এরপর চলন্ত বাসেই চালক সাকিব ওই স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ করে।

এরপর বিকেলে চালক সাকিব মেয়েটিকে নিয়ে ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে পরিবহনের অন্যান্য শ্রমিকেরা বিষয়টি টের পান এবং মেয়েটিকে উদ্ধার করেন। তবে এর পরপরই আর কে পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা অন্য শ্রমিকেরা অভিযুক্ত চালক সাকিবকে চড়-থাপ্পড় দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

এরপর ওই শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে তড়িঘড়ি করে আরেকটি বাসে করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতে বগুড়া জেলা পুলিশ অভিযুক্ত চালকসহ জড়িতদের গ্রেফতার এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। এবং টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত সাকিবকে গ্রেফতার করে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই অভিযুক্তদের গ্রেফতারে এবং ভুক্তভোগী স্কুল শিক্ষার্থীকে উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা অভিযুক্ত বাস চালককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকী সহযোগীদেরকেও গ্রেফতার করতে আমাদের একাধিক দল কাজ করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top