মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক নির্মাণাধীন ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে খোকসা মাঠপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খোকসা মাঠপাড়া গ্রামের মোঃ জাহিদ শেখ (৩৫) বিকেলে নিজের নির্মাণাধীন ঘরের পাশে কপির চারা গাছে পানি দিতে যান। এ সময় তিনি ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পান। পরে ঘরে প্রবেশ করে দেখতে পান পলিথিনে মোড়ানো কিছু রাখা আছে, যেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনকে খবর দেন এবং খোকসা থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পলিথিন মোড়ানো বস্তুটি খুলে দেখতে পান—একজন পুরুষের মরদেহ। মৃত ব্যক্তির পরনে ছিল কালো প্যান্ট ও কালো গেঞ্জি, এবং তিনি বসা অবস্থায় ছিলেন।
পরবর্তীতে বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ব্যক্তির স্ত্রী মোছাঃ শ্যামলী খাতুন (৩২) মরদেহ শনাক্ত করেন। তিনি জানান, মৃত ব্যক্তির নাম মোঃ শাহিন (৩৮), পিতা মৃত আছের আলী। তিনি খোকসা বাজারের কাঁচা মালের আড়তে ওজনদার হিসেবে কাজ করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর দুপুর ১টার দিকে মোঃ শাহিন বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় পরিবার থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেনি।
খোকসা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। তদন্ত চলছে