মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের নিকটবর্তী কাউয়ালজানী এলাকার পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে পারভেজ মোশাররফ নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করে পদ্মা নদীতে ভাসমান এক মরদেহের খবর দেন। খবর পেয়ে দৌলতদিয়া নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার শরীরে সাদা রঙের গেঞ্জি ছিল এবং শরীরের বেশিরভাগ অংশ গলিত অবস্থায় ছিল। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহে চামড়া উঠে গেছে এবং মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় স্থানীয়দের পক্ষে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সোমবার (১৩ অক্টোবর) ১০টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়িতে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।