মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে প্রকৃত জেলেদের চাল না দেওয়া, বিতরণে চাল কম দেওয়া, প্রকৃত জেলেদের তালিকাভুক্ত করে প্রনোদনার আওতায় আনার দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ী কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি উত্তম কুমার সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা, মৎস্য জীবি সমবায় সমিতির উপদেষ্টা সচীন্দ্রনাথ সরকার, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদাত হোসেন, জেলে রাজ কুমার প্রমুখ।
বক্তারা বলেন, প্রকৃত জেলেদের তালিকায় না থাকায় তারা চাল বঞ্চিত হচ্ছেন। যাদেরকে চাল দেওয়া হচ্ছে, তাও ওজনে কম দেওয়া হচ্ছে। জেলেদের তুলনায় কম সংখ্যাক জেলেকে চাল দেওয়া হচ্ছে। জেলেদের তালিকা হালনাগাদ করে প্রকৃত জেলেদের প্রনোদনায় আওতায় আনতে হবে।
তারা বলেন, রাজবাড়ী পৌরসভায় ২০২২ সালে ৩৮৮জন, ২৩ সালে ২৮১জন, ২৪ সালে ৫০জন, ২০২৫ সালে ১৫৮জন, দাদশী ইউনিয়নে ২০২২ সালে ১২৯জন, ২৩ সালে ১০০জন, মিজানপুর ইউনিয়নে ২০২২ সালে ৫২০জন, ২৩ সালে ৩৪০জন জেলে প্রনোদনা পায়। প্রতি বছর জেলেদের প্রনোদনা কমছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে হলে প্রকৃত জেলেদের প্রনোদনার আওতায় আনতে হবে।