১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মা ইলিশ সংরক্ষণ অভিযান রাজবাড়ী পদ্মা নদীতে অভিযানে ১৩ জেলের কারাদণ্ড: জাল ও ইলিশ মাছ জব্দ

সোহেল রানা, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় গত ২৪ ঘণ্টায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।

মঙ্গলবার (১৪ অক্টোবর) পদ্মা নদীর রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব-উল হক বলেন, গত ২৪ ঘন্টায় পদ্মা নদীতে ৪টি মোবাইল কোর্টে ৮টি অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী সদর উপজেলায় ৫ জনকে ৩দিন করে, গোয়ালন্দ উপজেলায় ৮ জনকে ১৪দিন করে কারাদণ্ড, ০.৮৯ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দকৃত করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এসময় জব্দকৃত ৮৪ কেজি ইলিশ এতিমখানায় এবং দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে ০৪ অক্টোবর হতে ১৪ অক্টোবর পর্যন্ত ২৭টি মোবাইল কোর্টে ৯০টি অভিযানে ৭৪জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ১ কোটি ৪৮ লক্ষ টাকা  মূল্যের ৭ লক্ষ ৯৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত ইলিশ ৩০৫ কেজি এতিমখানায় এবং দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়,  জরিমানা আদায় করা হয়েছে ৬৮ হাজার ২০০ টাকা, নিলাম থেকে আয় ৯৭ হাজার টাকা। এ অভিযান আগামী ২৫ অক্টোবর পর্যন্ত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top