১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বেতন বৈষম্য নিরসন ও পেনশন নীতিমালা বাস্তবায়নের দাবিতে শ্রমিকদের আন্দোলন রাজবাড়ীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আন্দোলনের কর্মসূচি ঘোষণা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ মাষ্টাররোলভুক্ত কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, পেনশন সুবিধা প্রদান এবং ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণসহ সাত দফা দাবিতে দেশব্যাপী আন্দোলনের ঘোষণায় একাত্ম প্রকাশ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রাজবাড়ী জেলা শাখা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টার দিকে রাজবাড়ী সড়ক ও জনপথ (সওজ) ভবনের সামনে সংগঠনটির রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ মুনজুরুল হক চৌধুরী পিন্টু ও সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন বলেন, দাবি আদায়ে ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। মাষ্টাররোলভুক্ত কর্মচারীদের ‘৩২১১০৪- আনুষাঙ্গিক কর্মচারী-প্রতিষ্ঠান’ কোডের আওতায় এনে মাসিক ভিত্তিতে বেতন প্রদান এবং দৈনিক মজুরির হার নির্ধারণের দাবিতে এ কর্মসূচি নেয়া হয়েছে। একই সাথে ২৭ মামলার নীতিমালায় আরও সাতটি মামলা অন্তর্ভুক্ত করা এবং প্রথম যোগদানের তারিখ থেকে পেনশন সুবিধা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ১৯, ২০ ও ২১ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা সহ দেশের সব সড়ক বিভাগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ২৩ অক্টোবর দেশের সব সড়ক বিভাগের দপ্তর প্রধানের নিকট স্মারকলিপি প্রদান, ২৬ অক্টোবর দেশের সকল জেলা প্রশাসকের মাধ্যমে সচিব (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) বরাবর স্মারকলিপি প্রদান, ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহসভাপতি মোঃ নওসের আলী, সহ-সাধারণ সম্পাদক শিউলী আক্তার, সাংগঠনিক সম্পাদক গোলাম হাসান, দপ্তর সম্পাদক আফরোজা খাতুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতি মোঃ মুনজুরুল হক চৌধুরী পিন্টু বলেন, আমরা বহুবার দাবি জানালেও এখনো স্থায়ী কোনো সমাধান পাইনি। তাই বাধ্য হয়েই আন্দোলনের কর্মসূচি নিতে হয়েছে। সরকারের কাছে আমাদের প্রত্যাশা দীর্ঘদিন ধরে অবহেলিত মাষ্টাররোল শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়া হোক।

উল্লেখ্য, রেজিঃ নং বি-১৫১২ নিবন্ধিত এ সংগঠনটি দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মচারীদের স্বার্থ রক্ষায় কাজ করে আসছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top