মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ ইলিয়াছ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আবদুল মান্নান।
বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়ন এখন সময়ের দাবি।
জামায়াতে ইসলামীর ঘোষিত পাঁচ দফা দাবি হলো—
১. জুলাই সনদ (July National Charter) বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশ জারি করা এবং জাতীয় গণভোটের ব্যবস্থা করা।
২. আসন্ন জাতীয় নির্বাচনে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিবাদী সরকারের নিপীড়ন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা।
৫. স্বৈরশাসকের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
বক্তারা আরও বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে দেশ একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক পরিবেশ ফিরে পাবে, যা জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।