১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পিআর আমি নিজেই ঠিকভাবে বুঝি না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর আমি নিজেই ঠিকভাবে বুঝি না। তবে যারা গণভোট ও পিআর ছাড়া নির্বাচন হবে না বলে দাবি করছে, তারা মূলত নির্বাচন ভণ্ডুল করতে চায়। দেশকে বাঁচাতে হলে বিভাজন নয়, ঐক্য প্রয়োজন।

বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পিআর নিয়ে বিতর্ক সংসদে হবে। যে বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে, তা নিয়ে জুলাই সনদে সাক্ষর করা হবে। বাকি বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। তিনি আহ্বান জানান, নির্বাচন সম্পন্ন করে দেশের অস্থিরতা দূর করতে হবে। হিংসা, বিভেদ, হিন্দু-মুসলিম বিরোধ নয়— সবাই মিলে শান্তিতে বসবাস করতে হবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে এমন ব্যবস্থা থাকবে, যাতে সবার ভোটাধিকার নিশ্চিত হয়। বিএনপি বিশ্বাস করে প্রকৃত গণতন্ত্রে, যেখানে প্রতিটি ধর্ম ও সম্প্রদায়ের নিরাপত্তা থাকবে। বিএনপি প্রতিহিংসা নয়, শান্তি চায়।

বিএনপি মহাসচিবের দাবি, বিভাজনের রাজনীতি দেশের অনেক ক্ষতি করেছে। তিনি বলেন, “আমরা সবাই মিলে চলতে চাই, জনগণ যাকে ভোট দেবে, তারাই সরকার গঠন করবে।”

এ সময় তিনি আরও ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি নতুন চাকরি সৃষ্টি করে বেকারত্ব দূর করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top