নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সভাপতি (ভিপি) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির–সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। সাধারণ সম্পাদক (জিএস) পদেও একই জোটের প্রার্থী সাঈদ বিন হাবিব বিজয় অর্জন করেছেন। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রদল–সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৬ হাজার ৫৯৯ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩ হাজার ৭৮২ ভোট।
জিএস পদে সাঈদ বিন হাবিব পেয়েছেন ৬ হাজার ৬১৪ ভোট, যেখানে ছাত্রদলের প্রার্থী মো. শাফায়েত হোসেন পেয়েছেন ২ হাজার ২৭২ ভোট। অন্যদিকে এজিএস পদে ছাত্রদল–সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৫ হাজার ৭৭২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের সাজ্জাত হোসেন মুন্না পেয়েছেন ৪ হাজার ৩৮৪ ভোট।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রত্যাশার চেয়ে বেশি ছিল। তবে ভোটগ্রহণ চলাকালে কিছু কেন্দ্রে উত্তেজনা ও অনিয়মের অভিযোগ ওঠে। ফলাফল ঘোষণার পর সম্প্রীতির শিক্ষার্থী জোটের সমর্থকরা ক্যাম্পাসজুড়ে আনন্দ মিছিল করেন।
অন্যদিকে, ছাত্রদল–সমর্থিত প্যানেল ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে অভিযোগ করেছে যে, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তারা পুনর্গণনার দাবিও জানিয়েছে।