নিজস্ব প্রতিনিধি:
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। দেশের সব সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে। এ বছর গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নিজেদের বোর্ড অনুযায়ী ফল প্রকাশ করে।
২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ, আর ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। ফলে এবারের ফলাফলে পাসের হার তুলনামূলকভাবে উল্লেখযোগ্যভাবে কমেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।
এবারও পরীক্ষার ফলাফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে। শিক্ষার্থীরা তিনটি উপায়ে ফল জানতে পারবেন—বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ফলাফল সাইট এবং মোবাইলের খুদে বার্তার মাধ্যমে।
ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উচ্ছ্বাস ও হতাশার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ আনন্দে উল্লাসে মেতে উঠলেও, অনেকেই প্রত্যাশিত ফল না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। এবারের পরীক্ষায় প্রায় সোয়া ১২ লাখ শিক্ষার্থী ফলাফলের অপেক্ষায় ছিলেন।