নিজস্ব প্রতিনিধি:
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছে জুলাই আন্দোলনের মুখ্য শক্তি হিসেবে পরিচিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয় প্রক্রিয়ায় অংশ নেবে না এনসিপি। তিনি স্পষ্টভাবে বলেন, “জুলাই সনদে কোনো ছাড় নেই। আমরা এমন কোনো উদ্যোগে যাব না, যার আইনগত ভিত্তি দুর্বল বা অস্পষ্ট।”
এর আগে বুধবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “যদি জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া জাতির কাছে অস্পষ্ট থাকে, তাহলে স্বাক্ষর দেওয়ার অর্থ হবে অনিশ্চিত এক ফলাফল অর্জনের চেষ্টা। তাই আমরা এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করিনি।”
তিনি আরও উল্লেখ করেন, জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টি এখনো বিবেচনাধীন রয়েছে এবং দলীয় ফোরামে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।