তরফদার মামুন মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলা পরিষদের আওতাধীন ২৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে ৭২ লাখ টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
চলতি ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতের ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে এ অর্থ এককালীন অবমুক্ত করা হয়েছে।
বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে ৫ অক্টোবর ২০২৫ তারিখে (নম্বর: ৪৬.০০.০০০০.০০০.০৪২.১৪.০০৯৩.২৫ (অংশ–২), ২১৭০) জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
নথি অনুযায়ী, এই বরাদ্দের আওতায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার মসজিদ, মন্দির ও মাদ্রাসার সংস্কার, উন্নয়ন ও নির্মাণ কার্যক্রম হাতে নেওয়া হবে। প্রতিটি প্রকল্পের জন্য ৩ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
তালিকায় রয়েছে—
শ্রীমঙ্গলের বাভনপুর জামে মসজিদ,
শ্রী শ্রী রাধানাথ জিউর মন্দির,
গন্ধর্বপুর রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির,
ইসলামাড়া জামে মসজিদ,
সবুজবাগ কালি মন্দির,
পুরানগাঁও জামে মসজিদ,
পূর্ব টিকরিয়া ইসলামপুর জামে মসজিদ,
হোসেনাবাদ জগন্নাথ মন্দির,
পূর্ব সুজাউল মসজিদের ওজুখানা ও সাইড দেয়াল নির্মাণ,
বড়লেখা শাহবাজপুর হাফিজিয়া মাদ্রাসা
এবং জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইবতেদায়ী মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণ প্রকল্পসহ মোট ২৪টি প্রতিষ্ঠান।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অর্থ বিভাগের ২৪ জুলাই ২০২৫ তারিখের স্মারক নং ০৭.১১১.০১৪.০১.০১.০০৬.২০১১–৩১৬ অনুযায়ী প্রদত্ত সম্মতির ভিত্তিতে এই বরাদ্দ অনুমোদন করা হয়েছে। এটি জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাতের অধীনে চলতি অর্থবছরের প্রথম কিস্তির অর্থ ছাড়।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নির্ধারিত শর্ত ও সময়সীমা অনুযায়ী প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে এবং বরাদ্দপ্রাপ্ত অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহারে জেলা পরিষদকে নিশ্চিত করতে হবে।
সারমর্ম:
চলতি অর্থবছরে মৌলভীবাজার জেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নে ২৪টি প্রকল্পের জন্য ৭২ লাখ টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এই বরাদ্দ জেলার ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে