মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
জাতীয় জুলাই সনদ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজবাড়ী জেলা জামায়াতের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার বিকেল ৫ দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে রাজবাড়ী জেলা জামায়াতের আমির ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাসমত আলী হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী হারুন-অর রশিদ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আলিমুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর সদস্য হেলালুদ্দিন, বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার, রাজবাড়ী সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইয়েদ আহম্মেদ, জেলা জামায়াতে ইসলামীর সদস্য খোন্দকার মনির আজম মুন্নু, পাংশা পৌর জামায়াতে ইসলামীর আমির কাজী ফরহাদ সহ অন্যান্য নেতাকর্মীরা প্রমুখ।
বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, পিআর পদ্ধতির মাধ্যমে ভোটাধিকার নিশ্চিতকরণসহ ৫ দফা দাবি জানায়। দাবিগুলো হলো জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন; গণভোট আয়োজন করা; নির্বাচনে পিআর পদ্ধতি চালু; অবাধ, সুষ্ঠু নির্বাচন ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের বিচার দৃশ্য করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।