মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে গিয়ে গরমে রোগীদের কষ্টের কথা শুনে তাৎক্ষণিকভাবে সিলিং ফ্যান উপহার দিলেন।
বুধবার(১৫ অক্টোবর)দুপরে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করার সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা জানান পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা না থাকায় গরমে তাদের খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে শিশুরা সুস্থ না হয়ে গরমে বেশি অসুস্থ হচ্ছে। একথা জানার পর তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে একটি সিলিং ফ্যানের ব্যবস্থা করেন। তার এরকম তাৎক্ষণিক ফ্যানের ব্যবস্থার জন্য ভর্তি হওয়া উপস্থিত রোগীরা খুবই খুশি হন এবং তারা এ কর্মকর্তার জন্য মন খুলে দোয়া করেন।
ডিমলা উপজেলার প্রায় তিন লাখ মানুষের চিকিৎসার জন্য একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিনে শতাধিক রুগি ভর্তি হয়ে স্বাস্থ্যসেবা নিয়ে থাকে থাকে। এই রোগীদের উত্তম সেবার জন্য উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান কিছুদিন পর পর মেডিকেলে গিয়ে পরিদর্শন করেন এবং রুগীর সাথে মতবিনিময় করে তাদের খোঁজ খবর নেন। উত্তম সেবা প্রদানের উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ও (আরএমও)-কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।