১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শিক্ষকদের সাথে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কমলগঞ্জে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় তেতই গাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য, বিদ্যালয়টিতে প্রায় ১১ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত থাকায় তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বক্তারা মত দেন।

মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক মোঃ আব্দুস সালাম। তিনি বলেন, “বর্তমানে কমলগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগেই এ বিপর্যয় রোধ করা সম্ভব।”

এ সময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ কামাল উদ্দিনসহ উপস্থিত অন্যান্য শিক্ষকবৃন্দ। তারা শিক্ষার্থীদের মধ্যে সড়ক পারাপারের নিয়ম, ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহারের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগ নয়—শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সড়ক নিরাপত্তা শিক্ষার সূচনা হওয়া উচিত। শিক্ষকরা নিয়মিত পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

মতবিনিময় সভা শেষে শিক্ষকরা “নিরাপদ সড়ক চাই, দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ি” এই শ্লোগানে একত্রে শপথ নেন এবং আগামী জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে মাসব্যাপী নানা সচেতনতামূলক কর্মসূচি পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top