সিহাব আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধি:
এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ১৫০০ টাকা কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% অনার্স সহ নন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্তকরণ ও শিক্ষা জাতীয় করণের দাবিতে এবং ঢাকায় শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে কর্ম বিরতি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রুহুল আমিন এর আহ্বানে পুঠিয়া, চারঘাট, বাঘা, দুর্গাপুর সহ রাজশাহী অঞ্চলের সকল স্কুল কলেজ, মাদ্রাসা, কারিগরী স্কুল ও কলেজর সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ অংশগ্রহণ করেন।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রফিকুল ইসলাম-সলুয়া ড্রিগ্রী কলেজ, অধ্যক্ষ আব্দুল হামিদ-আইডিয়াল ড্রিগ্রি কলেজ, অধ্যক্ষ রফিকুল ইসলাম বিড়ালদহ কলেজ, অধ্যক্ষ সিরাজুল হক-আদর্শ কলেজ কাঠাখালী, আব্দুল মোমিন, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, পুঠিয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়, লস্করপুর ড্রিগ্রী কলেজ সহ পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট, বাঘার সকল স্কুল কলেজ এর শিক্ষক কর্মচারী বৃন্দ।