রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের তিনদিন পর ব্যাটারিচালিত এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে আঞ্চলিক মহাসড়কের সুগার মিলের সামনে একটি ঝোপের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ভ্যানচালক ইমান আলী (৬০) উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনসেদপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমান আলী পেশায় একজন ভ্যানচালক। বেশিরভাগ সময় তিনি রাতেই ভাড়ায় অটোভ্যান চালাতেন। এরই ধারাবাহিকতায় ইমান আলী সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। কিন্তু পরদিন মঙ্গলবার সকালে তিনি বাড়ি ফিরে আসেননি। তাঁর কোনো খোঁজখবরও পাওয়া যাচ্ছিল না। এনিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে উঠেন। পরে তার নিখোঁজ নিয়ে এলাকায় ব্যাপক মাইকিং ও মঙ্গলবার সকালে ঈশ্বরদী থানায় জিডি করা হয়।
আজ বুধবার সন্ধ্যায় এলাকায় খোঁজাখুঁজির একপর্যায়ে দাশুড়িয়ার এলাকায় আঞ্চলিক সড়কের পাশে একটি ঝোপের মধ্যে থেকে স্থানীয় এলাকাবাসী ভ্যানচালকের মরদেহ পড়ে থাকতে দেখতে পায়।পরে পুলিশে খবর দেয়। এসময় পরিবারের সদস্যরা মরদেহ সনাক্ত করেন।
ঈশ্বরদী থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা এর সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থাল পরিদর্শন ও মরদেহের সুরতাল দেখে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁকে হয়তো শ্বাসরোগ বা বলপ্রয়োগে হত্যা করে অটোভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে এটি হত্যা কিনা তা স্পষ্ট হবে মরদেহ ময়নাতদন্তের পর।