মাহফুজুর রহমান, উজিরপুর বরিশাল প্রতিবেদক:
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের বীর মুক্তিযোদ্ধা মেজর এমএ জলিল সেতুতে অজ্ঞাত বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত।
স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর দুপুর ১ টার সময় বাবুগঞ্জ রাকুদিয়া নতুন হাট থেকে উজিরপুরে ইচলাদী বাস স্ট্যান্ডে আসার পথে অজ্ঞাতনামা বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মোঃ ইমরান (২৫) গুরুতর যখম অবস্থায় ব্রিজের উপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত ইমরান বাবুগঞ্জ উপজেলার দেহেরগাতী ইউনিয়নের রাকুদিয়া গ্রামের মৃত সেলিম সিকদারের পুত্র। নিহত ইমরান বাবুগঞ্জের জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী।
ইমরানের মৃত্যুতে এলাকায় শোকের মাতম। হাসপাতাল এলাকায় স্বজনদের আজহারীতে ভারী হয়ে যায়।