১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়া ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আব্দুল মহিত তালুকদার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৩৮-৩ আদমদিঘী-দুপচাঁচিয়া সংসদীয় আসনে বিএনপির মনোনয়নে পেলেম বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আদমদিঘী উপজেলা বিএনপি সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার।

তাকে মঙ্গলবার রাত ১১টারদিকে বিএনপির হাইকমান্ড থেকে তাকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে গ্রীন সিগন্যাল দেওয়া হয় বলে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চত করেছেন।

এ আসনের বিএনপির মনোনয়ন একধিক সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পেতে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্রীয় এমনকি হাইকমান্ড পর্যন্ত তদবির লবিং করেন ।

এলাকার সৎ, নীতি, আদর্শবান ব্যাক্তি হিসাবে পশ্চিম বগুড়ার রাজনৈতিক পরিবারের সন্তান আব্দুল মহিত তালুকদারের এলাকায় বিএনপির নেতাকর্মী সহ সবশ্রেণীপেশার মানুষের জনসমর্থন সবচেয়ে বেশি রয়েছে।

ফলে মনোনয়ন পেতে তিনি সবার চেয়ে এগিয়ে রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৩৮-৩ আদমদিঘী-দুপচাঁচিয়া সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন আব্দুল মহিত তালুকদার। মহিত তালুকদারের পিতা মরহুম আব্দুল মজিদ তালুকদার আসনে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার বড় ভাই আব্দুল মোমেন তালুকদার খোকা এ আসনে দুইবার সংসদ সদস্য ছিলেন। মহিত তালুকদারের মনোনয়নের গ্রীন সিগন্যালের সংবাদ এলাকায় ছড়িয়ে পরলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের ঝড় উঠেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top