মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
গৌরব, শৃঙ্খলা ও ত্যাগের শপথে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রিক্রুট ব্যাচ–২০২৫ এর সমাপনী কুচকাওয়াজ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন নুরুল আবসার প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিক্স এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস. এম. জিয়া-উল-আজিম। এ সময় তিনি নবীন সৈনিকদের উদ্দেশে বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তোমাদের সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে আত্মনিয়োগই হবে তোমাদের প্রধান অঙ্গীকার।”
অনুষ্ঠানে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ওয়ারেছ খানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩৬ সপ্তাহব্যাপী কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে মোট ৩৪৭ জন নবীন সৈনিক (রিক্রুট) শপথ গ্রহণ করেন। তাদের মধ্যে ২৯ জন মহিলা রিক্রুট রয়েছেন, যারা ইএমই কোরের বিভিন্ন কারিগরি, সাধারণ ও পেশাভিত্তিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
প্রশিক্ষণ মূল্যায়নে শ্রেষ্ঠ রিক্রুট নির্বাচিত হন মো. তানভীর আহমেদ এবং দ্বিতীয় স্থান অর্জন করেন মো. আকাশ। তাদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
প্যারেড গ্রাউন্ডের গ্যালারিতে সামরিক-বেসামরিক কর্মকর্তা, নবীন সৈনিকদের অভিভাবক ও অতিথিরা উপস্থিত থেকে মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন। সমাপনী পর্বে নবীন সৈনিকদের শপথ পাঠের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়।