১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বেরোবি উপাচার্যের সাথে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সঙ্গে বাংলাদেশের ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। আজ বৃহস্পতিবার (১৬, অক্টোবর, ২০২৫) সকালে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

ইরানের রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধিদলকে উত্তরবঙ্গের বিদ্যাপীঠ শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে স্বাগত জানান উপাচার্য। তিনি অতিথিদেরকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম উন্নত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনার পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণা বিনিময়ে যৌথ কার্যক্রম পরিচালনা করছে।

তিনি দুই দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা, একাডেমিক কর্মশালা, সেমিনার আয়োজন ও শিক্ষামূলক বিনিময় কার্যক্রম পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশির সহধর্মিনী জাহারা চাভোশিসহ দূতাবাসের কর্মকর্তারা। এ সময় ইরানের রাষ্ট্রদূত বলেন, জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ আবু সাঈদের আত্মত্যাগের ঘটনা সারা বিশ্বের কাছে স্মরণীয়। তাঁর ক্যাম্পাসে আসতে পেরে আনন্দিত।

তিনি জানান, ইরানে বেশ কয়েকটি ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে। ইরানের এসব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারবে। বেরোবি উপাচার্য ইরানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাথে একাডেমিক সংযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করলে ইরানি রাষ্ট্রদূত সংশ্লিষ্ট ক্ষেত্রে আরো সহযোগিতায় গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় কলা অনুষদের ডিন প্রফেসর ড. নিতাই কুমার ঘোষ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্র্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, আবাসিক হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইরানের দূতাবাসের প্রতিনিধিদলকে স্মারক উপহার প্রদান করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top