মোহাইমিনুল হাসান,ক্যাম্পাস প্রতিনিধি:
রাজধানীর ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী কলেজে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল কলেজের গৌরবগাথাকে প্রশ্নবিদ্ধ করেছে।কলেজটির মোট পাশের হার মাত্র ৬৭ দশমিক ৭২ শতাংশ,আর সব গ্রুপ মিলিয়ে জিপিএ–৫ পেয়েছে মাত্র চারজন শিক্ষার্থী।
ক্যাম্পাসজুড়ে এখন হতাশা ও আক্ষেপ—মুখে ঐতিহ্যের বুলি,কাজে উদাসীনতা—দিশেহারা ইন্টার শিক্ষার্থীরা।
বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী জানান,কলেজের শৃঙ্খলা দুর্বল।কিছু বিষয়ে শিক্ষক সংকট আছে,আবার ল্যাবের সরঞ্জামও পর্যাপ্ত নয়।অনেক শিক্ষার্থী দীর্ঘদিন পড়াশোনার বাইরে থেকে এসে পরীক্ষায় বসেছে—তাই রেজাল্ট খারাপ হয়েছে।”
তবে কলেজের উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিন বলেন,রেজাল্ট খারাপ হওয়াটা আমাকে খুবই কষ্ট দিয়েছে। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসে না—এটাই মূল কারণ। আমি তাদের বারবার বলেছি,‘তোমরা নিজেরা আসো বন্ধুদেরও নিয়ে আসো।’ আমরা শিক্ষক ও সরঞ্জামের ঘাটতি পূরণের চেষ্টা করেছি।
তবে ক্যাম্পাসে কিছু শিক্ষার্থী আজও গলা ফাটিয়ে বলেন—“সোহরাওয়ার্দী মানেই ঐতিহ্য।” কিন্তু বাস্তবতা বলছে,সেই ঐতিহ্য এখন কেবল ফেসবুকের স্ট্যাটাস আর ব্যানার-ফেস্টুনে সীমাবদ্ধ। ক্লাসে অনুপস্থিতি, প্রস্তুতির ঘাটতি ও দায়িত্বহীনতা যখন চরমে, তখন ঐতিহ্যের দোহাই গৌরব নয়,বরং কৌতুকের জন্ম দেয়