১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রয়াত শিক্ষার্থী রাশেদের নামে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের লাইব্রেরির নামকরণ

তনিয়া আক্তার ,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বজ্রপাতে প্রাণ হারানো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলামের স্মরণে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সেমিনার লাইব্রেরির নামকরণ করা হয়েছে ‘মো. রাশেদুল ইসলাম স্মৃতি সেমিনার লাইব্রেরি’।

১৬ অক্টোবর(বৃহস্পতিবার) দুপুরে নিহত রাশেদের বাবা-মা সেমিনার লাইব্রেরির নামফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত পরিবারের সদস্য, শিক্ষক ও সহপাঠীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, “রাশেদ ছিল আমাদের বিভাগের গর্ব। তার ভাবনা ও উদ্যমে আমরা অনেক অনুপ্রেরণা পেতাম। তার অকাল মৃত্যু শুধু পরিবারের নয়, পুরো বিভাগের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাকে স্মরণে রেখে সেমিনার লাইব্রেরির নামকরণ আমাদের সম্মিলিত ভালোবাসার প্রতীক।”

আবেগভরা কণ্ঠে রাশেদের বাবা রাহেনুর রহমান বলেন,“ছেলেটা ছিল আমার গর্ব। চোখের সামনে বড় হতে দেখেছি, কত স্বপ্ন ছিল ওর। এখন সেই স্বপ্নগুলোই শুধু পড়ে আছে, ছেলেটা আর নেই।”

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা সহ অন্যান্যরা রাশেদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর (রবিবার) কুমিল্লার হোমনা উপজেলার ঘাঘুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় বজ্রপাতে প্রাণ হারান রাশেদুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে খেয়া পার হওয়ার সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

রাশেদুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে সংগঠনটি সম্প্রতি তাঁকে মরণোত্তর ‘চিরঞ্জীব সভাপতি’ ঘোষণা করেছে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top