১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

৪ হাজার একর জমিতে ফসল আবাদ করতে পারছেন না কৃষকরা রাজবাড়ীতে খাল পূনঃখননের দাবীতে মানববন্ধন শেষে ভেকু দিয়ে খনন শুরু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

৫ টি গ্রামের কৃষি কাজ প্রায় বন্ধ রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মোহনপুর বিলের। পানি বের না হওয়ায় বিপাকে পড়েন স্থানীয় কৃষির সাথে জড়িত কয়েক হাজার মানুষ। পাট, পেঁয়াজ, রসুন, গম, জব চাষ করার মৌসুম চলে আসলেও বিলের পানি থাকায় করতে পারছেন না চাষাবাদ। ফলে হতাশায় দিন কাটছে হাজারও কৃষকদের। এ নিয়ে বিভিন্ন সময় কৃষকদের পক্ষ থেকে উপজেলার কৃষি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে দিনের পর দিন ঘুরছেন ক্ষতিগ্রস্থ কৃষক ও তাদের প্রতিনিধিরা, কর্তা ব্যাক্তিরা কোন কার্যকর প্রদক্ষেপ না নেওয়ায় বৃহস্পতিবার ৫ গ্রামের কৃষকেরা সম্মিলিত হয়ে মানববন্ধন কর্মসূচী পালন শেষে নিজেদের অর্থায়নে খান পূনঃ খনন কাজ শুরু করে।

এ দিকে খাল ভরাট করে স্থাপনা বাড়ী ও দোকান ঘর নির্মাণ করায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভান্ডার খোলা, বড় বাংলাট, কালিনগর, পাটবাড়িয়া, চৌবারিয়া গ্রামের মোহনপুর নামক বিলের পানি বের হচ্ছে না। এতে করে কয়েক হাজার কৃষক ক্ষতির সম্মুখিন হচ্ছেন।

স্থানীয় কৃষকরা বলেন, শত বছর ধরে এ খাল দিয়ে পানি প্রবাবিত হয়। গত বছর প্রভাব বিস্তার করে কয়েকজন মানুষ খাল বন্ধ করে আমাদের বিলের পানি প্রবাহে বিঘন্ন সৃষ্টি করায় ৪ হাজার একর জমিতে আমরা চাষাবাদ করা থেকে বঞ্চিত রয়েছি ৩ টি ফসলী মৌসুমে।

৫ গ্রামের মানুষ এক সাথে হয়ে খাল পূনঃ খনন করছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে এ জন্য পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকায় ঘটনাস্থলে যান। কৃষকদের সাথে কথা বলেছেন তবে কৃষকরা তাদের নায্যদাবী থেকে না সরে নিজেরাই খাল খনন চালিয়ে যাচ্ছেন বলে কৃষক গোলাম মোস্তফা রাজা, হারুন অর রশীদ, বিল্লাল হোসেন, জলিল মন্ডল, সামাদ আলী, হুমায়ুন, কাদের মন্ডল টিপু মোল্লা, জিয়াউল হক, রাজাসহ কয়েক হাজার কৃষক।

বৃহস্পতিবার সকাল ১০টায় আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠ স্কুলের সামনের সড়কে কয়েক হাজার কৃষক মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন কর্মসূচী শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে ভেকু মেশিন সাথে নিয়ে শত শত কৃষক নিজেরাই খাল পুনঃ খননে নেমে পড়েন।
স্থানীয় কয়েকজন বলেন, অনেক মানুষের বাড়ী, দোকান রয়েছে। জোড়পুর্বক এভাবে ভেঙ্গে খাল খনন করা অন্যায়। কারো সাথে আলোচনা না করে এভাবে মানুষের ক্ষতি করা হচ্ছে। এদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা উচিত।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার ঘটনাস্থলে পুলিশ ফোর্স নিয়ে যান এবং কৃষকদের সাথে কথা বলেন। পরে তিনি বলেন, গ্রামবাসীদের তথা কৃষকদের দাবী ন্যায় সংগত। তবে আলোচনার মাধ্যমে খান পূনঃখননের কথা আমরা বলছি। তবে কৃষকরা তাদের দাবীর পক্ষে অনড়

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top