১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বৃষ্টি ও উত্তেজনার মধ্যেই শুরু হলো জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি:

বিকেল চারটা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে বিকেল গড়াতেই আসতে থাকেন অতিথিরা। বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি ড. আলী রীয়াজ।

মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনসহ অন্যান্য নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানটি বিকেল চারটায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়। তার আগে বেলা ১টার দিকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একদল মানুষ অনুষ্ঠানস্থলে অবস্থান নেয়। একপর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিকাল চারটার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

এদিকে, ক্ষোভ-বিক্ষোভের মুখে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফায় সংশোধন আনে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুর ২টার দিকে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংশোধনের ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল আগেই অনুষ্ঠানে যোগদানের কথা জানিয়েছিল। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আইনি ভিত্তির নিশ্চয়তা না থাকায় তারা আপাতত জুলাই সনদ স্বাক্ষরে অংশ নেবে না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top