নিজস্ব প্রতিনিধি:
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকা। সেখানে উপস্থিত জুলাই যোদ্ধাদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ, পাল্টা প্রতিক্রিয়ায় জুলাই যোদ্ধারাও ইটপাটকেল নিক্ষেপ করেছেন। সংঘর্ষের এই পরিস্থিতিতে আহত জুলাই যোদ্ধা আতিকের কৃত্রিম হাত রাস্তায় পড়ে থাকতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সংসদ ভবনের সামনে এই ঘটনা ঘটে। পরবর্তীতে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে আতিকের ছবিসহ লেখেন, “তোমার হাত খুলে পড়ে আছে বাংলাদেশ! ওঠো, দাঁড়াও। নিঃস্ব হাতে লড়তে হবে তোমায় বাঁশেরকেল্লার মতোন।”
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের লাঠিচার্জের সময় আতিক মাটিতে পড়ে যান এবং তাঁর শরীরে লাগানো কৃত্রিম হাতটি খুলে রাস্তায় পড়ে যায়। পরে তিনি আহত অবস্থায় সরে যেতে বাধ্য হন, আর তাঁর কৃত্রিম হাতটি পড়ে থাকে রাস্তায়।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় তখনও উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছিল, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল।