১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জুলাই সনদের অমীমাংসিত দিকগুলোর সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি

নিজস্ব প্রতিনিধি:

জুলাই সনদের অমীমাংসিত দিকগুলোর সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, জুলাই সনদের বহু দিক এখনও অনিশ্চিত। স্বাক্ষরের আগে সরকারের পক্ষ থেকে বাস্তবায়নের সুস্পষ্ট পথনির্দেশনা চাওয়া হলেও তা অনুল্লেখ থেকে গেছে। এতে ধোঁয়াশা রয়ে গেছে, যা আমাদের সব অর্জনকে বিফলে দিতে পারে। সেই কারণেই এনসিপি আজকের সনদ স্বাক্ষর অনুষ্ঠান থেকে বিরত থেকেছে।

আখতার হোসেন আরও জানান, ঐকমত্য কমিশনের মেয়াদ যেহেতু বাড়ানো হয়েছে, তাই এই সময়ের মধ্যেই সনদ বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা, বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধান, আদেশের পরিষ্কার খসড়া এবং ভবিষ্যতের সাংবিধানিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে ২০২৬ সালকে রেফারেন্স পয়েন্ট হিসেবে উল্লেখ করার বিষয়গুলো সমাধান করতে হবে।

তিনি বলেন, “আমরা পরিবর্তনের যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছি, তা টেকসইভাবে বাস্তবায়নের জন্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাব। সনদের ড্রাফট আদেশ, গণভোট এবং আপত্তির জায়গাগুলো স্পষ্ট না হলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমাদের রাজনৈতিক কর্মসূচি পালন করব।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top