১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:

মরমী সাধক ও মানবতাবাদী দার্শনিক ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে জেলা সদরের টাউন হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কৃতি চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, প্রেসক্লাব সভাপতি তারুণ কুমার ভট্টাচার্য, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার কবির, জেলা কালচারাল অফিসার নাহিদ নাজিয়া ও সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা প্রমুখ।

বক্তারা বলেন, ফকির লালন সাঁই ছিলেন মানবতা, ভালোবাসা ও সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর গানে ও দর্শনে নিহিত রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবকল্যাণের চেতনা, যা আজও সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশিত হয় মনোমুগ্ধকর লালনগীতি ও বাউল সংগীত, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে তোলে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top