রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:
ভাঙ্গুড়া (পাবনা), ১৭ অক্টোবর ২০২৫: পাবনার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের বৃদ্ধ মরিচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘’সমতার পথে নেতৃত্ব ,সহিংসতা নয়, সম্মান হোক মূলনীতি ‘’। এই স্লোগানের সামনে রেখে “লিঙ্গ, নারীর প্রতি সহিংসতা (VAWG) ও নেতৃত্ব’ শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণটি আয়োজন করে স্থানীয় উন্নয়ন সংস্থা ব্ৰেড (BRED) এবং সহযোগিতা প্রদান করে খ্রিস্টান এইড ও উই ক্যান বাংলাদেশের .
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের মধ্যে লিঙ্গ সমতা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নেতৃত্ব বিকাশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিয়েছে ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের স্থানীয় মোট ২৫ জন আদিবাসী যুবক যুবতী কমিউনিটি ও স্বেচ্ছাসেবক ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা “লিঙ্গ ও যৌনতার পার্থক্য, নারীর প্রতি সহিংসতার ধরন, কারণ ও প্রভাব, লিঙ্গ সমতা ও ক্ষমতায়ন ধারণা, এবং নেতৃত্বের গুণাবলি ও কমিউনিটি পর্যায়ে নারী নেতৃত্বের ভূমিকা” বিষয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণে মো. আশিকুর রহমান, প্রকল্প কর্মকর্তা, ব্ৰেড (BRED) জানান, “লিঙ্গ সংবেদনশীল নেতৃত্ব বিকাশ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
“সহিংসতামুক্ত ও সমতাভিত্তিক সমাজ গঠনে নারী ও পুরুষ উভয়ের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”
অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ শেষে অঙ্গীকার করেন যে তারা নিজেদের এলাকায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা ও নেতৃত্বে নারীর অংশগ্রহণ বৃদ্ধি বিষয়ে কাজ করবেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আদিবাসী সমিতির সংগ্রামী সভাপতি বাবু জ্ঞানেন্দ্র মুড়াড়ী ও সাধারণ সম্পাদক রঞ্জিত বসাক সুশীল সমাজ থেকে ডাক্তার দুলাল সরকার ।
উল্লেখ্য, ব্ৰেড (BRED) প্রতিষ্ঠানটি স্থানীয় পর্যায়ে নারী-পুরুষের সমান অধিকার, অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।