১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলার জমিনে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর মত ইসলামী শক্তির নিরব ব্যালট বিপ্লব গড়বে ইনশাআল্লাহ- অধ্যাপক আহসান উল্লাহ

ওসমান গনি, বান্দরবান প্রতিনিধি:

আজ ১৮ অক্টোবর-২০২৫ইং রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় হতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ এর সভাপতিত্বে আফাই মিলনায়তনে আমীরে জামায়াতের নির্বাচন উপলক্ষে জেলার রুকন ( সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ। তিনি বলেন বাংলাদেশে ইসলামের যে বিজয় মিছিল শুরু হয়েছে তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলার জমিনে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর মত ইসলামী শক্তির পক্ষে নিরব ব্যালেট বিল্পব ঘটবে ইনশাআল্লাহ। এজন্য জেলার সকল জনশক্তিকে এখন থেকে ঐক্যবদ্ধ ভাবে জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য কাজ করতে হবে।

জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল এর সঞ্চলনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে পবিত্র কুরআন থেকে দরস পেশ করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা খাইরুল বশর।

সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর নির্বাচন ২০২৬-২০২৮ সেশনের জন্য জেলার সকল রুকন ভাই-বোনেরা আমীরে জামায়াতের ভোট প্রদান করেন।উক্ত সম্মেলনে বক্তব্য পেশ করেন বান্দরবান ৩০০ নং আসনের জামায়াত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর এড. মুহাম্মদ আবুল কালাম। তিনি বলেন আগামী জাতীয় সংসদ হবে ইসলামের জাতীয় সংসদ, ইসলামী শক্তির সংসদ। যা ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু প্রমাণ করে দিয়েছেন। তিনি সকলের দোয়া, ভালবাসা ও সহযোগিতা কামনা করছেন।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক হামেদ হাসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ, বান্দরবান কেন্দ্রীয় জমে মসজিদের খতীব মাওলানা আলা উদ্দীন ইমামী, জেলা যুব ও মিডিয়া সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, জেলা মানব সম্পদ সম্পাদক বশর মাহমুদ, জেলা অফিস সম্পাদক আশরাফুল ইসলামসহ উপজেলা আমীরগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top