১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

উজিরপুরে অবাধে অতিথি পাখি শিকার – বিক্রয়ের সময় বন বিভাগ আটক করে বিপাকে

মাহফুজুর রহমান, উজিরপুর বরিশাল প্রতিবেদক:

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন বীল অঞ্চল থেকে এক শ্রেণীর অসাদু চোরা শিকারি প্রতিনিয়ত অতিথি পাখি শিকার করে প্রকাশ্যে বিক্রি করে আসছে।

স্থানীয়রা জানান উপজেলার মশাং,হারতা,জল্লা,সাতলা ইউনিয়নের বিভিন্ন বাজারে ভোর থেকে অতিথি পাখি হাট বসে।
এ বিষয়টি স্থানীয়রা উজিরপুর বন বিভাগকে অবগত করলে ১৮ অক্টোবর সকালে মশাং বাজারে অভিযান চালিয়ে বিলুপ্ত প্রায় দেশী প্রজাতির পাখি সহ ২০টি অতিথি পাখি আটক করে।

উপজেলা বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান তিনি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাখি সহ বিক্রেতাকে হাতে নাতে আটক করেন। এ সময় উপজেলা বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে বন প্রহরী বদিউজ্জামান হাওলাদার বাদল গ্রাম পুলিশ মোহাম্মদ সেলিম শেখ উপস্থিত ছিলেন।

পাখি শিকারি ও বিক্রেতা সুশীল বিশ্বাস (৬৫)কে আটক করে উপজেলা সদরে নিয়ে আসেন। এরপরে বিভিন্ন আইনে জটিলতার কারণে পাখিগুলি অবমুক্ত করার জন্য বন কর্মকর্তা বিভিন্ন দপ্তরে ঘুরতে থাকে। পরে গৌরনদী বন রেঞ্জ কর্মকর্তা নুরুল ইসলাম বিশ্বাসের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সহায়তায় পাখিগুলি পৌর সদরের ৯ নং ওয়ার্ডের পরমানন্দসাহা গ্রামে সন্ধ্যা নদীর চরে মুক্ত করা হয়।

পাখি বিক্রেতা সুশীল বিশ্বাস জানান তিনি সাতলা নয়াকান্দি গ্রাম থেকে ২০টি পাখি ৭ হাজার টাকা ক্রয় করে নিয়ে আসেন মশাং বাজারে বিক্রির জন্য। সুশীল বিশ্বাস হারতা ইউনিয়নের কালবিলা গ্রামের সুরেন বিশ্বাস পুত্র।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top