১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

উন্নয়নের ক্ষেত্রে নীলফামারীসহ উত্তরাঞ্চল রাষ্ট্রীয় বৈষম্যের শিকার — নূরুল হক নূর

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

“উন্নয়নের ক্ষেত্রে নীলফামারীসহ উত্তরাঞ্চল রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। জনগণের অধিকার আদায়ে আমাদের আন্দোলন চলবে”—এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নূরুল হক নূর।

তিনি বলেন, “যৌক্তিক অধিকার আদায়ের সংগ্রাম থেকে আমরা কখনো সরে দাঁড়াইনি। ফ্যাসিবাদী সরকার হটাতে যখন বড় বড় রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে আন্দোলন করতে পারেনি, তখন আমরা জনগণের মুক্তির স্বার্থে জীবন বাজি রেখে আন্দোলন করেছি। সেই আন্দোলনে বারবার নির্যাতনের শিকার হয়েছি, তবু পিছু হটিনি।”

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের গণ অধিকার পরিষদের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ও আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইউনিয়নের যাদুরহাট ফুটবল মাঠ প্রাঙ্গণে, যেখানে নবগঠিত কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমের দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও নীলফামারী-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সোহাগ হোসাইন বাবু। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. রওশন আলী এবং সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সভাপতি আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান (লোহানী), অর্থ সম্পাদক মো. মোস্তাকিন বিল্লাহ, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন শাহ, সহ-জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একে উদার ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, উত্তরাঞ্চলের উন্নয়নে সরকারের মনোযোগ বাড়ানো জরুরি। কৃষিনির্ভর এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তি ও টেকসই উন্নয়নের জন্য সুষম বাজেট বরাদ্দ ও অবকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি।

পরে চাপড়া সরমজানি ইউনিয়ন গণ অধিকার পরিষদের নবগঠিত কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top