১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

৫ শতাংশ বাড়িভাড়া ভাতার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি:

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধির অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পরপরই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এক প্রতিক্রিয়ায় জানান, ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয় হলেও এটি আমাদের চূড়ান্ত দাবি নয়। তিনি নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে জানান, ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন না জারি হওয়া পর্যন্ত আন্দোলনের সকল কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিন রোববার (১৯ অক্টোবর) জাতীয় শহীদ মিনারে পরপর অষ্টম দিনের মতো অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। তারা দুপুর ১২টায় শিক্ষা ভবন অভিমুখে “ভুখা মিছিল” কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষকরা জানিয়েছেন, বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে রোববার সকালে অর্থ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, ছয়টি শর্ত পালন সাপেক্ষে এই ভাতা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। তবে শিক্ষক-কর্মচারীরা প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top