১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি:

নির্বাচন কমিশনের (ইসি) আইনগত ক্ষমতা ও বিধিমালার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকেই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিতে হয়। আইনের বাইরে গিয়ে কোনো প্রতীক দেওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই সব কার্যক্রম আইন ও বিধিমালার সীমার মধ্যেই পরিচালিত হয়। তিনি আরও বলেন, আইন অনুযায়ী তালিকায় না থাকা কোনো প্রতীক কোনোভাবেই বরাদ্দ দেওয়া যাবে না।

আনোয়ারুল ইসলাম আরও বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কারণ বা ঘটনা ঘটেনি। অনেক বিষয় মিডিয়ায় এলেও তাতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আমরা আশা করি, রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন প্রচলিত প্রক্রিয়ায় নাকি পিআর পদ্ধতিতে হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এ বিষয়ে মন্তব্য করার এখতিয়ার নির্বাচন কমিশনের নয়। রাজনীতিবিদরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নির্বাচন কমিশনের কাজ হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, যা সরকারের ও জনগণের সহযোগিতায় সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ রানা, সিলেট জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান এবং সিটিএসবি (ডিসি) আফজল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top