নিজস্ব প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয় এবং এর আগে গত জুন মাসে একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়। তবে কোন দেশ থেকে বা কোন মডেলের গাড়ি কেনা হবে, তা এখনো চূড়ান্ত করেনি বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে।
বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর জানান, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারাদেশে জনসংযোগে অংশ নেবেন। তাদের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করতে বুলেটপ্রুফ গাড়ি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া বুলেটপ্রুফ গাড়ির পর এবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি। একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে। লাইসেন্স প্রদানের বিষয়টি বর্তমানে বিবেচনাধীন রয়েছে।