মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
শুরু হলো হকি প্রশিক্ষণ নীলফামারীতে আন্তজেলা সেপাক-টাকরো প্রতিযোগীতায় মেয়েদের খেলায় ডিমলা উপজেলা ও ছেলেদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার বিকেলে (১৮অক্টোবর) নীলফামারী টেনিস মাঠে খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব ঘিরে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়। বলেন, জাতীয় পর্যায়ে সেপাক-টাকরো প্রতিযোগীতায় অংশ নেবে নীলফামারী জেলা দল। আগামী ২৩ ই, অক্টোবর শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগীতা। নীলফামারী জেলা হকি দলের কোচ বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মনিরুল ইসলাম জানান, এই প্রথম নীলফামারীতে হকি খেলার কার্যক্রম শুরু হচ্ছে। মাসব্যাপী প্রশিক্ষণে ৪০জন অংশ নিচ্ছেন। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এই প্রতিযোগীতা এবং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।