২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

টিউশনের বাসায় সিঁড়িতে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী জবি ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে টিউশনিতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

জানা যায়, জুবায়েদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি এবং জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ” আমি মৃত্যুর খবরটা শুনেছি। এখনো কারণ জানা যায়নি। এটা সত্যিই বেদনাদায়ক। পুলিশকে সকল সিসিটিভি ক্যামেরা দেখতে বলেছি। আমি স্পটে যাচ্ছি।”

বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, “আরমানিটোলার পানির পাম্প গলিতে টিউশনের বাসায় তার মরদেহ পাওয়া যায়। ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই বাসাটিই ছিল তার টিউশনের বাসা। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top