সিহাব আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তিস্তা নদীর ন্যায্য পানিবণ্টনের দাবি, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং উত্তরাঞ্চলের মানুষের প্রতি বৈষম্যের অবসানের প্রত্যাশায় এক শান্তিপূর্ণ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে রুয়েটের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থী ও জেলা সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল শেষে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রংপুর জেলার প্রতিনিধি আরাফ মাসুদ দীপ্র। তিনি বলেন, “তিস্তা নদীর ন্যায্য পানিবণ্টন শুধু উত্তরাঞ্চলের নয়, বরং সমগ্র বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। আমাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ দেশের মানুষের মধ্যে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার নতুন উদ্যম সৃষ্টি করবে।”
শিক্ষার্থীরা জানান, রুয়েটের শিক্ষার্থীরা শুধু ইঞ্জিনিয়ারিং পড়াশোনায় নয়, বরং দেশের প্রশ্নেও সবসময় সজাগ ও সোচ্চার। যেকোনো নৈরাজ্য, বৈষম্য বা আগ্রাসনের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে অবস্থান নেয়। বাংলাদেশের সার্বভৌম স্বার্থে তারা একচুল পরিমাণ ছাড় দিতে রাজি নয় এবং তাদের কাছে দেশের চেয়ে বড় কোনো স্বার্থ নেই।
এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন রংপুর জেলার সানাউল্লাহ আল গালিব, ময়মনসিংহ জেলার আরেফিন আহমেদ আজমি, জয়পুরহাট জেলার ইয়াসির রাহাত কাব্যসহ বিভিন্ন বিভাগের অসংখ্য শিক্ষার্থী।