২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অসৎ ও ধান্দাবাজদের ভোটে জবাব দিতে হবে: মান্না

নিজস্ব প্রতিনিধি:

জুলাই সনদ স্বাক্ষরকে বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এর মাধ্যমে দেশে একটি গুণগত পরিবর্তনের সূচনা হলো। এখন সময় এসেছে আস্থার জায়গায় লড়াই করার, অসৎ ও ধান্দাবাজদের ভোটে পরাজিত করার।

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত ‘জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, “জুলাই সনদ স্বাক্ষর একটি ঐতিহাসিক ঘটনা। আমাদের দেশের শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তনের আকাঙ্ক্ষায় জাতি দীর্ঘদিন ধরে লড়াই করছে। এখন যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটির যথাযথ ব্যবহার করতে হবে। সীমাবদ্ধতা থাকলেও আমাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করি। আমাদের সজাগ থাকতে হবে, যাতে দেশবাসীকে একটি গুণগত নির্বাচন উপহার দিতে পারি। গুণগত পরিবর্তনের জন্য আমাদের আস্থার জায়গায় লড়াই করতে হবে এবং অসৎ ও ধান্দাবাজদের ভোটে পরাজিত করতে হবে।”

সাবেক সচিব ও কূটনৈতিক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ও আইনজীবী ড. মো. হেলাল উদ্দিন।

এছাড়াও সভায় বক্তব্য দেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সাংবাদিক ও কলাম লেখক সাদেক রহমান, গণঅধিকার পরিষদের নেতা হাবিবুর রহমান রিজু, ড. হুমায়ুন কবির, ড. এ আর খান, এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার, এডভোকেট শেখ সাইফুদ্দিন ফিরোজ, বিশিষ্ট লেখক ও গবেষক এমরান চৌধুরী, নতুন ধারা জনতার পার্টির চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, লেখক ও গবেষক আলাউদ্দিন কামরুল, বিশিষ্ট গবেষক আয়েশা সিদ্দিকা, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার ও ইলা ইয়াসমিন প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top